উপজেলা পরিষদ
যশোর সদর, যশোর।
যশোর সদর উপজেলা পরিষদের
নাগরিক সেবা প্রদানের প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার)
ক্রঃ নং |
সেবার নাম |
প্রয়োজনীয় সর্বোচ্চ ময় (ঘন্টা/দিন/মাস) |
প্রয়োজনীয় কাগজপত্র |
কাগজপত্র/আবেদন ফর্ম প্রাপ্তির স্থান |
সেবারমূল্য ফি/চার্জস ট্রেজারী চালানের খাত বা কোডসহ কখন, কিভাবে জমা দেয়া যাবে তার উল্লেখ করতে হবে) |
০১ |
পাচঁসালা (পঞ্চবার্ষিকী) ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী |
প্রতি পাঁচ বছর পরপর |
প্রযোজ্য নয় |
প্রযোজ্য নয় |
প্রযোজ্য নয় |
০২ |
পরিষদের নিকট হস্তান্তরিত বিভিন্ন সরকারী দপ্তরের কর্মসূচী বাস্তবায়ন এবং উক্ত দপ্তরের কার্যক্রম সমূহের তত্ত্বাবধান ও সমন্বয় করা |
বিভাগীয় নির্দেশনা অনুযায়ী |
প্রযোজ্য নয় |
প্রযোজ্য নয় |
প্রযোজ্য নয় |
০৩ |
উপজেলা পরিষদ ও সরকার কর্তৃক অর্পিত উন্নয়ন রক্ষণাবেক্ষন, মেরামত কাজের পরিকল্পনা, প্রাক্কলন প্রস্তুত করণসহ স্কীম প্রস্তুতকরণ, নির্মাণ কাজের গুণগতমান তদারকি, উপজেলার ভৌত অবকাঠামোর ক্ষণাবেক্ষন ও মেরামত সংক্রান্ত কাজ |
প্রকল্পের ধরন অনুযায়ী |
প্রযোজ্য নয় |
প্রযোজ্য নয় |
প্রযোজ্য নয় |
০৪ |
টিআর, কাবিখা’র মাধ্যমে আন্তঃইউনিয়ন সংযোগকারী গ্রামীণ অবকাঠামো/ রাস্তা নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচীর প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন |
প্রকল্পের ধরন অনুযায়ী |
প্রযোজ্য নয় |
প্রযোজ্য নয় |
প্রযোজ্য নয় |
০৫ |
উপজেলা স্থায়ীকমিটির নিয়মিত সভায় জনসাধারণের চাহিদা বিশ্লেষণের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা করা |
প্রতি কমিটি ০২ মাসে একবার |
প্রযোজ্য নয় |
প্রযোজ্য নয় |
প্রযোজ্য নয় |
০৬ |
মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান |
বার্ষিক |
আবেদন ও প্রমাণ সংযুক্তি |
নিজেরমত করে |
প্রযোজ্য নয় |
০৭ |
অপ্রত্যাশিত ক্ষতির (দুর্যোগ/দূর্ঘটনা) অনুদান প্রদান |
প্রয়োজনে |
আবেদন ও প্রমাণ সংযুক্তি |
নিজেরমত করে |
প্রযোজ্য নয় |
০৮ |
অবকাঠামোগত উন্নয়ন (রাজস্ব খাত) |
বার্ষিক |
আবেদন |
নিজেরমত করে |
প্রযোজ্য নয় |
০৯ |
অবকাঠামোগত উন্নয়ন (এডিপি) |
বার্ষিক |
আবেদন |
নিজেরমত করে |
প্রযোজ্য নয় |
১০ |
সোলার প্রদান (বাসাবাড়ী, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার ইত্যাদি) |
বার্ষিক |
আবেদন |
নিজেরমত করে |
প্রযোজ্য নয় |
১১ |
উপজেলার বাসা বাড়ী মেরামত ও সংস্কার, উন্নয়ন ও সম্প্রসারন |
বার্ষিক |
আবেদন |
নিজেরমত করে |
প্রযোজ্য নয় |
১২ |
উপজেলার বাসা বাড়ীর বরাদ্দ প্রদান |
প্রয়োজন অনুযায়ী |
আবেদন |
নিজেরমত করে |
প্রযোজ্য নয় |
১৩ |
স্যানিটেশন ও পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নতি সাধন এবং সুপেয় পানীয় জলের সরবরাহ সহায়তা প্রদান |
বার্ষিক পরিকল্পনা অনুযায়ী |
আবেদন |
নিজেরমত করে |
প্রযোজ্য নয় |
১৪ |
উপজেলার শিক্ষার মান উন্নয়ন/ প্রসারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও সহায়তা প্রদান |
বার্ষিক পরিকল্পনা অনুযায়ী |
আবেদন |
নিজেরমত করে |
প্রযোজ্য নয় |
১৫ |
নারী ফোরামের মাধ্যমে নারী উন্নয়নের সহায়তা প্রদান |
বার্ষিক পরিকল্পনা অনুযায়ী |
আবেদন |
নিজেরমত করে |
প্রযোজ্য নয় |
১৬ |
কৃষি, কুটির শিল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা প্রদান |
বার্ষিক পরিকল্পনা অনুযায়ী |
আবেদন |
নিজেরমত করে |
প্রযোজ্য নয় |
নির্ধারিত ফি ব্যতিত অন্য কোন আর্থিক লেনদেন দন্ডণীয় অপরাধ। নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রাপ্ত না হলেএ বং যেকোন ধরনের পরামর্শ ও অভিযোগের জন্য যোগাযোগ করুনঃ
দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি/ কর্মকর্তা |
চেয়ারম্যান, উপজেলা পরিষদ যশোর সদর, যশোর। মোবাইল : 01711298843 ইমেইল- upazilaparishadsadarjashore@gmail.com |
উপজেলা নির্বাহী অফিসার যশোর সদর, যশোর। মোবাইল : ০১৩১৮২৫২৯৩৩ ইমেইল- unojessore@mopa.gov.bd |
উর্ধ্বতন কর্মকর্তা (যার নিকট আপীল করা যাবে)
|
বিভাগীয় কমিশনার খুলনা বিভাগ মোবাইঃ ০১৭১৩৪০০৩৯৪ (ফোন অফিস): 024-77703035 ইমেইল- divcomkhulna@mopa.gov.bd |
জেলা প্রশাসক, যশোর মোবাইল: 01713411371 (ফোন অফিস): 02477762652 ইমেইল- dcjessore@mopa.gov.bd |
উপজেলা নির্বাহী অফিসার যশোর সদর, যশোর। |
|
চেয়ারম্যান উপজেলা পরিষদ যশোর সদর, যশোর। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS