ক্রীড়াংগণেযশোর সদর উপজেলাইতিহাস গৌরবোজ্জল। বিভিন্ন সময়ে স্থানীয় খেলোয়াড়রা জাতীয় ওআন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। ১৯৪৯ সালে জেলা ক্রীড়াসংস্থার জন্ম এবং সেখান থেকেই শামসুল হুদা স্টেডিয়ামটির সূত্রপাত। জেলাক্রীড়া সংস্থারস্টেডিয়ামটি তৈরী ও সংস্কারে সাবেক জেলা প্রশাসক রুহুল কুদ্দুস, শাহএকরামুল হক, গোলাম মোস্তফা, বজলুর রহমান, তবিবর রহমান, আলমগীর সিদ্দিকী, শামসুল হুদা, সুধীর বাবু, সতীশ দত্ত, চিত্তরঞ্জন সাহা, মন্ত্রী তরিকুলইসলাম ও শিল্পপতি আহাদ চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৬ সালেস্টেডিয়ামটির আধুনিকায়ন শুরু হয়। ৯৪-৯৫ সালে প্যারাগন গ্রুপ ঢাকা এরব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের অর্থায়নে ভিআইপি গ্যালারী হয়। তাছাড়াওবর্তমানে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে যশোরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস এম আহাদ এর সহযোগিতায় তাঁর সহধর্মিনী মরহুমা আমেনা খাতুনের স্মরণেআধুনিক সুসজ্জিত ড্রেসিং রুম, প্রেস বক্স, কমেন্ট্রি বক্স, ভিআইপিকনফারেন্স রুম, অফিস রুম ও খেলোয়াড় গ্যালারীর সমন্বয়ে একটিআন্তর্জাতিকমানের ক্রিকেট গ্যালারী রয়েছে।
স্টেডিমটিতে নিয়মিত ক্রিকেট,ফুটবল,হকি খেলার চর্চা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন সময়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়ে থাকে।
বিনোদন
যশোর সদর উপজেলার বিডিহল ও টাউন হল ময়দানে প্রায়ই নাকট,গান,যাত্রা, সার্কাসসহ বিভিন্ন শিক্ষামূলক বিনোদন অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। এছাড়া বছরের বিশেষ সময় বিভিন্ন মেলার আয়োজন করা হয়। যেমন: বৈশাখী মেলা, বানিজ্য মেলা, বই মেলা,কৃষি মেলা, বৃক্ষ মেলা ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস